বাউফলে এক পরিবারের চার জনের মৃত্যু

বাউফলে এক পরিবারের চার জনের মৃত্যু

এম অহিদুজ্জামান ডিউক, বাউফল  প্রতিনিধি

গাজীপুরের ইসলামপুর শরীফ মার্কেটের কাছে বুধবার রাতে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিষ্ফোরণে একই পরিবারের মৃত চার জনের বাড়ি বাউফলের সূর্যমনি ইউনিয়নের কালিকাপুর গ্রামে। বৃহষ্পতিবার দুপুরে তাদের লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
সূর্যমনি ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু জানান, কালিকাপুর গ্রামের শাহ আলম ওরফে মামুন  মৃধা (৩৫) ঢাকার গাজীপুরের রেনেসা অ্যাপারেলস নামক একটি পোষাক তৈরীর কারখানায় কোয়ালিটি ইন্সেপেক্টর হিসেবে কাজ করতেন। একই কারখানায় তার স্ত্রী মুনিরা বেগম ওরফে মুন্নী (৩০) স্ইুং অপারেটর হিসেবে কাজ করতেন। তারা ইসলামপুরে ইকবাল মাহামুদ নামের একজনের টিনসেড বাড়িতে ভাড়া থাকতো। তাদের বায়োজিদ (১০) ও ফাতেমা (৬) নামের এক ছেলে মেয়ে ছিল। তারা  বাউফলের জনতা বাজার এলাকায় নানা বাড়ি থেকে লেখাপড়া করতো। গ্রীস্মের বন্ধে নানির সাথে দুই ভাই বোন বাবা-মায়ের কাছে বেড়াতে গিয়েছিল।  ঈদের ছুটিতে বাবা মার সাথে তাদের গ্রামের বাড়ি আসার কথা ছিল। বুধবার রাত পৌনে ১০ টার সময় মুন্নী তরকারি গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সারা ঘরে আগুণ ধরে যায়। ওই সময় মুন্নি ও শাহ আলম ঘর থেকে বেড়িয়ে এসে পুনরায় তারা ঘরে গিয়ে ছেলে বায়োজিদ ও মেয়ে ফাতেমাকে  বেড় করে আনার চেষ্টাকালে বিদ্যুতের  তারে জড়িয়ে পরে এবং আগুনে পুড়ে সন্তানদের সাথে তারাও মারা যান। বৃহষ্পতিবার দুপুর আড়াইটার সময় তাদের লাশ গ্রামের বাড়ি বাউফলের সূর্যমনি ইউনিয়নের কালিকাপুরে আনা হলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এসময় স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভাড়ি হয়ে উঠে। বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।